Tuesday, 21 January 2020

মধ্যরাতে আগুনে পুড়লো ৪০ দোকান, ক্ষতি ২ কোটি টাকা

মধ্যরাতে আগুনে পুড়লো ৪০ দোকান, ক্ষতি ২ কোটি টাকা
উখিয়া
২২ জানুয়ারী ২০২০
#AC1

কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং পাতাবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে অন্তত ৪০ দোকান। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

বুধবার (২২ জানুয়ারি) ভোররাতে বাজারের আইয়ুবের চায়ের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আমার হার্ডওয়ার এন্ড ইলেকট্রিকের দোকানে ৭০ লক্ষ টাকার মালামাল ছিল। কিছুই বের করা সম্ভব হয়নি। সব পুড়ে ছাই হয়েছে।

হলদিয়াপালংঈ ইউপি সদস্য সরওয়ার বাদশা জানান, প্রায় ২ ঘণ্টার চেষ্ঠায় ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রায় দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. এমদাদুল হক জানান, আগুনের সূত্রপাত একটি চায়ের দোকান থেকে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানা যাবে।

No comments:

Post a Comment