Sunday, 17 November 2019

AC1

আজ সকাল ৯ টার সময় চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে শিশুসহ 
#AC1
৭ (সাতজন) জন নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আরও প্রায় ২৫ জন। মারাত্মক আহত অবস্থায় এই ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ২জন নারী ও একজন শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পাঁচতলা ঐ ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়ে। এ সময় মারাত্মকভাবে আহত অবস্থায় 
বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক 
জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী 
উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় প্রথমে 
১২ জনকে চমেক হাসপতালে নিয়ে আসা হয়। 
এর মধ্যে ৭ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, 
দুইজন নারী ও একজন শিশু।

No comments:

Post a Comment