Tuesday, 21 January 2020

মধ্যরাতে আগুনে পুড়লো ৪০ দোকান, ক্ষতি ২ কোটি টাকা

মধ্যরাতে আগুনে পুড়লো ৪০ দোকান, ক্ষতি ২ কোটি টাকা
উখিয়া
২২ জানুয়ারী ২০২০
#AC1

কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং পাতাবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে অন্তত ৪০ দোকান। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

বুধবার (২২ জানুয়ারি) ভোররাতে বাজারের আইয়ুবের চায়ের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আমার হার্ডওয়ার এন্ড ইলেকট্রিকের দোকানে ৭০ লক্ষ টাকার মালামাল ছিল। কিছুই বের করা সম্ভব হয়নি। সব পুড়ে ছাই হয়েছে।

হলদিয়াপালংঈ ইউপি সদস্য সরওয়ার বাদশা জানান, প্রায় ২ ঘণ্টার চেষ্ঠায় ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রায় দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. এমদাদুল হক জানান, আগুনের সূত্রপাত একটি চায়ের দোকান থেকে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানা যাবে।

Monday, 20 January 2020

৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ

৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ
জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সরকার। নতুন সড়ক আইন কার্যকর হওয়ায়  সড়ক পরিবহন মালিক-hi কার্যকর করার পর কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে ধর্মঘটে যায় পরিবহন মালিক-শ্রমিকরা।

লাইসেন্স হালনাগাদ করতে আগামী জুন মাস পর্যন্ত সময় দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখন চালকরা যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালাচ্ছেন, আপাতত সেভাবেই গাড়ি চালাতে পারবেন

শপথ নিয়েই সংসদে কালুরঘাট সেতুর দাবি তুলে ধরলেন মোছলেম উদ্দিন

শপথ নিয়েই সংসদে কালুরঘাট সেতুর দাবি তুলে ধরলেন মোছলেম উদ্দিন 

 শপথ নিয়েই জাতীয় সংসদে প্রতম যোগ দিয়ে নির্বাচনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা করলেন চট্টগ্রাম-৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ। প্রথম দিনেই তিনি কালুরঘাট সেতুর দাবি তুলে ধরলেন সংসদে। 
একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, আবু রেজা মোহাম্মদ নেজানমুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

Monday, 6 January 2020

ওয়ানটাইম প্লাস্টিক পণ্য, পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধের নির্দেশজাতীয়

ওয়ানটাইম প্লাস্টিক পণ্য, পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধের নির্দেশ
জাতীয় 

#AC1

উপকূলীয় অঞ্চল এবং দেশের সব হোটেল-রেঁস্তোরায় ওয়ানটাইম প্লাস্টিক পণ্য, পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক বছরের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। বিদ্যমান আইন বাস্তবায়নে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে চান আদালত।

ওয়ানটাইম প্লাস্টিক ব্যাগ, প্যাকেট, বোতল, পলিথিন ব্যবহার বন্ধে সরকারের ব্যর্থতাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না এবং ২০২২ সালের এসব পণ্য ব্যবহার ও বাজারজাত কেনো বন্ধ হবে না, তা জানতে রিট করে পরিবেশবাদি সংগঠন বেলা। রিটের শুনানিতে আদালত এই আদেশ দেন।

Saturday, 21 December 2019

এলাকা পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব

প্রতেকটা এলাকা সমুক্ষে বড় বড় বিল্ডিং এর নিচে এই ধরনের ডাস্টবিন তাকা প্রয়োজন।যেন মানুষ অন্য কোন স্তানে ময়লা আর্বজনা না ফেলে। ডোর টু ডোর গিয়ে সচেতন করতে হবে। তাহলে আমরা যে আশা নিয়ে রাস্তায় নেমেছি সেটা অতি সীগ্রই পুরন হবে।
(Falak Sabbir কালেকশন)

Thursday, 28 November 2019

সন্ধ্যা হলেই চালু হতো ড্রেজার

সন্ধ্যা হলেই চালু হতো ড্রেজার…
#AC1
ইন্দিরা ঘাটে প্রতিদিন সন্ধ্যা হলেই একটি প্রভাবশালীমহল চালু করতো ড্রেজার। আজও তাই হতো, চলতো গভীর রাত পর্যন্ত। ফলে নদী ভাঙন ছাড়াও ড্রেজারের প্রচণ্ড শব্দে স্থানীয়দের অবস্থা ছিল শোচনীয়। তবে ভ্রাম্যমাণ আদালত অভিযান প্রভাবশালীমহলের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর ইন্দিরা ঘাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

এ ব্যাপারে ইউএনও জয়নিউজকে বলেন, উপজেলার ছিপাতলী ইউনিয়নের হালদা নদীর ইন্দিরা ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইন্দিরা ঘাটে প্রতিদিন সন্ধ্যা হলেই একটি প্রভাবশালীমহল চালু করতো ড্রেজার, চলতো গভীর রাত পর্যন্ত। নদী ভাঙন ছাড়াও ড্রেজারের প্রচণ্ড শব্দে স্থানীয়দের অবস্থা ছিল শোচনীয়। এসময়ে একটা ড্রেজার জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় এক লাখেরও বেশি ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হয়। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান কঠোরভাবে চলবে।

উল্লেখ্য, গত ১৪ মাসে হালদায় ৭১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসব অভিযানে ১ লাখ ৭১ হাজার মিটার ভাসা জাল ও ঘেরা জাল জব্দ করা হয়।

ছয়টি ড্রেজার এবং ১২টি বালু উত্তোলনকারী নৌকা ধ্বংস করা হয়। একাধিক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।